ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন মোদী। মঙ্গলবার এক টুইট বার্তায় একথা জানান ভারতের প্রধানমন্ত্রী।
বাইডেনের সঙ্গে ফোনালাপে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান তিনি। কমলার জয় ভারতীয় মার্কিনিদের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন মোদী। ফোনালাপে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারের আশা প্রকাশ করেন বাইডেন। এছাড়া করোনাভাইরাস, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ দমন এবং ভারতীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন বাইডেন ও মোদী।