নরসিংদীর শিবপুরে ট্রাক-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ৭ জন যাত্রী নি-হত
- আপডেট সময় : ০৫:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১৭২৯ বার পড়া হয়েছে
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়ায় ট্রাক-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ৭ জন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও ৪ জন। বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ৭ জন হলেন–টাঙাইলের সবুজ মিয়া, আল আমিন মিয়া, ঝালকাঠির আল আমিন, মাদারীপুরের আবদুল আওয়াল, বরিশালের আরিয়ান, জামালপুরের রাজু আহমেদ এবং গাজীপুরের বাবুল হোসেন। নিহতরা সবাই সাভার ইপিজেডে অবস্থিত এসবি নিটিং লিমিটেডে কাজ করতেন। তারা সাভার থেকে মাইক্রোবাসে সিলেটে হযরত শাহজালালের মাজারে যাচ্ছিলেন।
শিবপুর ঘাসিরদিয়ায় ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষে মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো ২জন। গুরুতর আহত ৪জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। খবর পেয়ে হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা।
হাইওয়ে পুলিশ জানায়, মাইক্রোবাসটি একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে ট্রাকের সামনে চলে আসলে দুর্ঘটনা ঘটে।
চিকিৎসক জানিয়েছেন, অধিকাংশই গুরুতর আহত হয়ে হাসপাতালে আসেন। চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যান। পরে ৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য ৪জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
সট : ডা. মাহমুদুল কবির বাশার, আরএমও, জেলা সদর হাসপাতাল, নরসিংদী।
ময়না তদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ এবং ট্রাক চালককে আটক করা হয়েছে।