নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
- / ১৬২৩ বার পড়া হয়েছে
নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
গেলরাতে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে যাত্রীবোঝাই মাইক্রোবাস ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহত আট জনের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।