নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত
- আপডেট সময় : ১২:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
পৌরসভা ও ইউপি নির্বাচনের প্রচারণায় সহিংসতা বাড়ছে। গত ২৪ ঘন্টায় নরসিংদীতে সহিংসতায় নিহত হয়েছেন দুইজন। একই সময়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ঢাকার ধামরাই ও ভোলায় প্রচারণার সময় সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে ৭১ জন।
নরসিংদীর রায়পুরে ইউপি সমর্থকদের সংঘর্ষে নিহত হয়েছে দুইজন। এসময় আহত হন আরও আটজন। বৃহস্পতিবার সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ ইউপি নির্বাচনকে ঘিরে তুঙ্গে ওঠে। এসময় টেঁটা ও গুলিবিদ্ধ নারীসহ আহত ৯ জনের চিকিৎসা চলছে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ।
সিরাজগঞ্জের শাহজাদপুর-৬ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোক্তার হোসেনের নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে। এ ঘটনায় আহত ১২ জন।
এদিকে, নেত্রকোনার বারহাট্টায় ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর বাড়ীঘর ভাংচুর, হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে উপজেলার নারায়ণগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণ হয়। আহত অন্তত ১০ সমর্থক।
ভোলার দৌলতখানের চরখলিফায় দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত।