নরসংদীতে শুরু হয়েছে ‘কৃষি ও এসএমই ঋণ মেলা’
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সহজে ঋণ পেতে কৃষক ও উদ্যোক্তাদের জন্য নরসংদীতে ‘কৃষি ও এসএমই ঋণ মেলা’ শুরু হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে মেলায় ৪৪টি সরকারি-বেসরকারি ব্যাংক, ৬শ কৃষক’ এবং বিসিক ও নাসিবের শতাধিক ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলায় সংশ্লিষ্ট সব প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করাই মূল লক্ষ্য। সারা দেশে একই ধরনের মেলার আয়োজন করার দাবি জানান অংশগ্রহণকারীরা। এ মেলার মাধ্যমে ঋণ প্রদানকারী কর্তৃপক্ষ ও ঋণ গ্রহীতাদের সমন্বয়ে সব সমস্যার সমাধান সহজ হবে বলে জানান জেলা প্রশাসক। মেলায় ১৫জন কৃষকের মাঝে ২৮ লাখ ৮০ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়।