নবান্নকে স্বাগত জানাতে নওগাঁয় বসেছে গ্রামীণ মেলা
- আপডেট সময় : ০৫:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কৃষকের গোলায় উঠেছে নতুন ধান; সাথে এসেছে উৎসব- নবান্নের আমেজ। নবান্নকে স্বাগত জানাতে নওগাঁয় শুরু হয়েছে গ্রামীণ মেলা। সেখানে পাওয়া যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মাটির হাড়ি-পাতিল, বাঁশের ডালি-খৈচালাসহ শীতের নতুন সবজিসহ ফল-মুলও। জামাই আর স্বজনদের পদচারণায় মুখর পুরো এলাকা।
নতুন ধানের মৌ-মৌ গন্ধ চারিদিক। ঘরে ঘরে চলছে পিঠা-পুলি বানানোর ধুম। এযেনো কৃষকের ঘরে নবান্নের আয়োজন।
নবান্ন আগমনে নওগাঁর পদ্মপুকুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা।প্রতি বছরের মত এবারও অগ্রহায়ণের প্রথমেই বসেছে এ মেলা। জামাই-স্বজনদের আগমনে মুখরিত হয়ে উঠেছিল মেলা প্রাঙ্গণ।
ঐতিহত্যবাহী এই মেলায় পাওয়া যায় সব ধরনের মাটির আসবাপত্র, সাংসারিক কাজে ব্যবহৃত বাঁশের তৈরি ডালি- খৈচালা- কুলাসহ হরেকরকম তৈজসপত্র। বাহারি সাধের মিষ্টি- মিঠাই কিনতে ছুটে এসেছিলেন মানুষ।
এই মেলা প্রায় দেড়শ বছরের পুরোনো। প্রতি বছর নবান্নেই সু-বার্তা নিয়ে শুরু হয় এই মেলা। যা আগামীতেও আয়োজন করার কথা জানান আয়োজকরা
আবহমানকাল ধরেই নবান্নের এ উৎসব পালন করে স্থানীয়রা।