নববর্ষ ঘিরে সবরকম নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : ডিএমপি
- আপডেট সময় : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ১৮৩৩ বার পড়া হয়েছে
নববর্ষ বরণে অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ-ডিএমপি। অনুষ্ঠানস্থল ঘিরে নেয়া হয় ৫ স্তরের নিরাপত্তা। দর্শনার্থীরা বলছেন, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আর ডিএমপি বলছে, নববর্ষ ঘিরে সবরকম নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো রকম হামলার ঝুঁকি ছিলনা বলেও জানায় পুলিশ।
বাংলা নববর্ষ ১৪৩০ বরণে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষ।
সকাল ৬ টায় রমনা বটমূল উন্মুক্ত করে দেয়ার পর স্রোত নামে মানুষের। বর্ণীল সাজে সাজানো হয় রমনা। রমনায় প্রবেশে ৯টি গেট থাকলেও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিলো ৪টি গেট। নিরাপত্তার স্বার্থে প্রবেশের সময় তল্লাশী চালায় আইন শৃঙ্খলা বাহিনী।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান আগত দর্শণার্থীরা। তবে রমজান মাস হওয়ায় সর্বসাধারণের উপস্থিতি ছিলো কম। পবিত্র রমাজানের কারণে দুই বছর যাবৎ প্রাণ হারিয়েছে বর্ষবরণ উৎসব। এ খরা কাটতে আরো এক বছর অপেক্ষা করতে হবে বলে জানান তারা।
বর্ষবরণের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্টোপলিটন পুলিশের পক্ষে থেকে কড়া নিরাপত্তা বলয় তৈরী করা হয়। কোন রকম হামলার আশঙ্কা নেই বলে জানায় পুলিশ। পুরো নগরীতে ২ হাজার ৭’শ পুলিশ দিয়ে ৫ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
শুক্রবার হওয়ায় বর্ষবরণ অনুষ্ঠানে প্রত্যাশিত দর্শনার্থী উপস্থিতি ঘটেনি বলে মনে করেন সংশ্লিষ্টরা। তারপরও নতুন বছর সবার মঙ্গল বয়ে আনবে এমনটাই প্রত্যাশা সবার।