জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধই বড় চ্যালেঞ্জ : নবনিযুক্ত ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০১:৩৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৬১৯ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধই বড় চ্যালেঞ্জ বলছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মিট দ্যা প্রেস একথা জানান তিনি। রাজনৈতিক কর্মসূচিতে নিয়ম না মানলে পুলিশ কঠোর অবস্থান নেবে বলে হুঁশিয়ারি কমিশনারের। পুলিশ মার্কিন ভিসা নীতি প্রয়োগ নিয়ে উদ্বিগ্ন নয় বলেও জানান হাবিবুর রহমান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৬তম কমিশনার হিসেবে ৩০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন হাবিবুর রহমান।
সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রথমবার সংবাদ সম্মেলনে করেন নবনিযুক্ত পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এসময় তিনি বলেন, রাজধানীতে বর্তমানে অপরাধের ধরণ বদলেছে। তাই সাইবার নজরদারি বাড়ানোর দিকে হাঁটছে প্রশাসন।
ভিসা নীতি নিয়ে পুলিশ উদ্বিগ্ন নয় জানিয়ে হাবিবুর রহমান বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি প্রস্তুত।
অনুমতি ছাড়া কোন দলই কর্মসূচি পালন করতে পারবে বলে হুঁশিয়ারী দেন তিনি। বলেন, এমন সিদ্ধান্ত প্রতিহত করার ব্যবস্থা নেয়া হবে। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের নজরদারি তে রাখার নির্দেশ দেন তিনি। টাস্ক ফোর্স তৈরি করে ছিনতাই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। হাবিবুর রহমানের আগে ডিএমপি কমিশনার পদে ছিলেন খন্দকার গোলাম ফারুক।