নদ-নদীর পানি বেড়ে আবারও বন্যা পরিস্থিতির অবনতি

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ১৯৫৮ বার পড়া হয়েছে
নদ-নদীর পানি বেড়ে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামে। জেলায় পানিবন্দি হয়ে পড়েছেন ৯ উপজেলার ৫৫ ইউনিয়নের প্রায় সোয়া দুই লাখেরও বেশি মানুষ।
ব্রহ্মপুত্র নদের পানি তিনটি পয়েন্টে এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে ধরলা ও দুধকুমারের পানি। ২য় ধাপের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। উঁচু স্থান থেকে চর ও দ্বীপ চরের বানভাসিরা এখনও ঘরে ফিরতে পারছে না। এসব চরের বাসিন্দাদের অনেকেই গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানিবন্দি। অনেকেই ত্রাণ সহায়তা পেলেও রান্নার সরঞ্জাম না থাকায় শুকনো খাবার খেয়ে কোনমতে দিন পার করছেন। বিপাকে পড়েছেন গবাদি পশু নিয়েও।