নতুন ১০টি মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে ‘গিগাবাইট’
- আপডেট সময় : ০৪:৫২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
গিগাবাইটের শক্তিশালি জেড ৭৯০ সিরিজের নতুন আরো ১০টি মডেলের মাদারবোর্ড বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে মাদারবোর্ডগুলো আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষনা দেয়া হয়।
মডেলগুলো হচ্ছে, জেড ৭৯০ অরোজ এলিট এএক্স, জেড ৭৯০ অরোজ এলিট এএক্স ডিডিআর৪, জেড ৭৯০ অরোজ এলিট ডিডিআর৪, জেড ৭৯০ এরো জি, জেড ৭৯০ গেমিং এক্স, জেড ৭৯০ গেমিং এক্স এএক্স, জেড ৭৯০ ইউডি এ সি, জেড ৭৯০ ইউডি এ এক্স, জেড ৭৯০ ইউডি এবং জেড ৭৯০ ইউডি ডিডিআর৪।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু, কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান, স্মার্ট টেকনোলজিস এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরী।
গিগাবাইটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু বলেন, ‘গিগাবাইট সবসময়ই গুনগত মানের মাদারবোর্ড তৈরিতে বিশ্বাস করে। এরই ধারাবাহিকতায় আমরা স্মার্ট টেকনোলজিস এর হাত ধরে জেড ৭৯০ সিরিজের নতুন ১০টি মাদারবোর্ড বাংলাদেশে ছাড়ার ঘোষনা দিচ্ছি। এই মাদারবোর্ডগুলো একই সাথে দ্বাদশ এবং ত্রয়োদশ প্রজন্মের ইন্টেল প্রসেসর সমর্থন করবে। আমি বাংলাদেশের প্রযুক্তি পন্যের ক্রেতা সাধারনকে অননুমোদিত পন্য কেনা থেকে বিরত থাকতে অনুরোধ করছি।’
অনুষ্ঠানে খাজা মো. আনাস খান বলেন, ‘গিগাবাইট সবসময়ই যুগের সাথে তাল মিলিয়ে সবার আগে সর্বশেষ প্রযুক্তি ইউজারদের হাতে তুলে দিতে বদ্ধ পরিকর। এক্ষেত্রে সারা বিশ্বের ন্যায় গিগাবাইট বাংলাদেশ মার্কেটকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। তাই, বিশ্ববাজারে যেকোন পন্য ছাড়ার খুব অল্প সময়ের মধ্যেই তা স্মার্ট টেকনোলজিস এর মাধ্যমে বাংলাদেশের বাজারে নিয়ে আসার চেষ্ঠা করে।’
অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, ‘এখন থেকে ইউজারগন সারাদেশের আইটি শপগুলো থেকে স্মার্ট ওয়্যারেন্টিযুক্ত গিগাবাইট জেড৭৯০ সিরিজের মাদারবোর্ডগুলো কিনতে পারবেন। মডেলভেদে এই মাদারবোর্ডগুলোর খুচরা মূল্য ২৫,০০০ টাকা থেকে শুরু করে ৬৫,০০০ টাকা পর্যন্ত। আর সাথে থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। আমি আশা করব, ক্রেতাগন স্মার্ট ওয়্যারেন্টিযুক্ত গিগাবাইট পন্য ক্রয় করবেন এবং বিক্রয়োত্তর সেবার বিষয়ে নিশ্চিন্ত থাকবেন।’