নতুন সিনেমায় মানসী প্রকৃতি
- আপডেট সময় : ০৫:২১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী মানসী প্রকৃতি। সিনেমাটির নাম ‘ঠোকর’। সিনেমাটি পরিচালনা করবেন সাংবাদিক মাজহার বাবু। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।
গত ৫ জানুয়ারি আরিফুর জামান আরিফ পরিচালিত নির্মিতব্য ‘অগ্নিশিখা’ সিনেমার সেটে নতুন এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রকৃতি। এতে তার সঙ্গী কে হচ্ছেন, তা খুব শিগগিরই জানা যাবে।
নতুন সিনেমা নিয়ে মানসী প্রকৃতি বলেন, ‘বছরের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। সিনেমাটির গল্প বেশ আলাদা। চরিত্রগুলোর মধ্যে ভিন্নতা আছে। যেভাবে পরিকল্পনা করা হচ্ছে সেভাবে কাজটি শেষ হলে ভালো কিছু হবে বলে আশা করছি।’
পরিচালক মাজহার বাবু বলেন, ‘বর্তমান সময়ের দর্শক চাহিদা মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করা হবে। সময়ের পরিবর্তনে দর্শকদের রুচিরও ব্যাপক পরিবর্তন হয়েছে। তাদের ভাবনা মাথায় নিয়ে আমার প্রথম সিনেমায় ভিন্নধর্মী একটি গল্প বেছে নিয়েছি। গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র পাবে দর্শক। দুই যুগ ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব।’
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সিনেমাটির নির্মাণ কাজ শুরু হবে। এতে আরও কারা অভিনয় করছেন- সেটি আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানানো হবে।