নতুন করে আরো তিনদিনের হিট অ্যালার্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / ১৬০৮ বার পড়া হয়েছে
সারাদেশে হিট অ্যালার্টের মেয়াদ আজ থেকে আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে। এমন প্রজ্ঞাপন দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা বৃষ্টি ছাড়া চলমান এই গরম কমবে না। তবে পূর্বাভাসে সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
তাপদাহ অব্যাহত থাকায় কুড়িগ্রাম ও রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে আরো দু’জন মারা গেছেন। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাচ্ছেন না। এদিকে, বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে আদায় হচ্ছে ইসতিসকার নামাজ।