নতুন অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নতুন অর্থবছরের জন্য সম্প্রসারণমুখী মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতেই এই নীতি।
দেশের অর্থনীতিবিদরা মনে করেন, করোনাকালীন অর্থনীতিকে চাঙ্গা করতে সম্প্রসারণমুখী মুদ্রানীতি দিতে হবে, যাতে টাকার অভাবে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আটকে না থাকে। যাতে ব্যক্তি বিনিয়োগ বাড়ে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আগের বছরের মতো এবারও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতির ঘোষণাপত্র আপলোড করা হবে বলে জানা গেছে। করোনার কারণে থাকছে না কোনো অনুষ্ঠানের আয়োজন।