নওগাঁ এখন ধান কাটার উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
নওগাঁর এখন ধান কাটার উৎসব। সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। চাষিরা বলছেন, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভাল। তবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে ধান বেঁচে কাঙ্খিত লাভ হচ্ছে না তাদের।
দিগন্ত জোড়া ফসলের মাঠে ধান কাটায় ব্যস্ত চাষীরা। দিন- রাত এক করে চলছে ফসল ঘরে তোলার কাজ। নওগাঁর মাঠগুলোর এমন ছবি জানান দিচ্ছে ফসলে ভরছে কৃষকের গোলা। চাষীরা বলছেন, চলতি মৌসুমে প্রত্যাশায় প্রাপ্তি যোগ হয়েছে ধানের ফলনে। আবহাওয়া অনুকূলে থাকায় ঠিকঠাক ফসল উঠছে ঘরে। দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সার, কীটনাশক আর শ্রমিকের উচ্চ মজুরিতে বেড়েছে ধানের উৎপাদন খরচ। সে-তুলনায় হাটগুলোতে নেই দাম। বাধ্য হয়ে কম দামেই বিক্রি করতে হচ্ছে ধান। চলতি মৌসুমে নওগাঁয় ধানের চাষ হয়েছে ১ লক্ষ্য ৯২ হাজার হেক্টর জমিতে।