নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানায় প্রতিষ্ঠানটি।
দুপুরে লালমাটিয়ায় আসক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান। এদিকে, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু মানবাধিকারের চরম লঙ্ঘন । এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি।
নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় বুধবার দুপুরে রাজধানীর লালমাটিয়ার কার্যালয়ে সাংবাদ সম্মেলন করে মানবাধিকার সংগঠন- আইন ও সালিশ কেন্দ্র।
আসকের নির্বাহী পরিচালক নুর খান বলেন, জেসমিনকে আটকের প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ। এঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের পাশাপাশি দোষীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
রাজশাহী মেডিকেল কলেজের সুরতহাল রিপোর্টে আঘাতে চিহ্নের কথা উল্লেখ করলেও উচ্চ আদালতে দেয়া প্রতিবেদনে বিভিন্ন রোগের কথা উঠে আসায় উদ্বেগ জানান তিনি।
একজন যুগ্ম সচিবের অভিযোগের বিষয়কে নাটক বলেও মনে করেন আসকের নির্বাহী পরিচালক। এদিকে, এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্গন বলেন দাবি করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এ ঘটনায় তিনিও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।