নওগাঁয় দুই ইউপি চেয়ারম্যান অনিয়মের অভিযোগে বরখাস্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
নওগাঁয় ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, পোরশা উপজেলার ছাওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুদ্দীন আলীর বিরুদ্ধে মৃত্যুসনদ জালিয়াতির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। অন্যদিকে, রানীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলামকে ভিজিডি’র প্রায় ৪ টন চাল আত্মসাতের অভিযোগে বরখাস্ত করা হয়।