নওগাঁয় দশ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহার থেকে দশ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে গ্রেফতার করেছে রেব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেব জানায়, জয়পুরহাট রেব-৫ ক্যাম্পের অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার মাসুদ রানার নেতৃত্বে গত রাতে বাজার এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ওই ১০ জনকে আটক করে। এসময় ১২টি সিপিও, ১৬টি হার্ড ডিস্ক, ১২টি মনিটর, ৪টি মাউস, ৮টি কি-বোর্ড ও ৯টি বিভিন্ন ক্যাবল জব্দ করা হয়। পরে তাদের সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।























