নওগাঁ ও ময়মনসিংহে খাদ্য বিভাগের বোরো চাল সংগ্রহের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
নওগাঁ ও ময়মনসিংহে খাদ্য বিভাগের বোরো চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছ।
দুপুরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ জেলা চালকল মালিক গ্রুপের নেতৃবৃন্দ ও মিলাররা উপস্থিত ছিলেন। এবছর নওগাঁ সদর উপজেলা থেকে ২০ হাজার টন সিদ্ধ চাল কিনবে খাদ্য বিভাগ। এদিকে, ময়মনসিংহের জেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম জানান, জেলায় ৪১৪ জন মিল মালিকের কাছ থেকে এবার ৬৫ হাজার ৬১৫ টন চাল সংগ্রহ করা হবে। এছাড়া চাষীদের কাছ থেকে ৩৭ হাজার ২৭ টন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতিকেজি চাল ৪০ টাকা এবং ধান ২৭ টাকায় কেনা হবে।