নওগাঁর মান্দায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
দুপুরে মান্দা উপজেলার সতিহাট পঞ্চমিতলায় এই দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকের চালক মাসুদ রানা এবং হেলপার ওমর রাসেল নামে দু’জন নিহত হন। পুলিশ জানায়, দুপুরে মুরগীবাহী একটি মিনি ট্রাক নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাওয়ার সময় মান্দা এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাসের সংগে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকে থাকা দু’জন মারা যায়।পরে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।