নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’গ্রুপের অন্তত ১৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানায়, মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ির জামাল হোসেন ও শিউলী আক্তারের মধ্যে ৪০ শতক জমি নিয়ে বিবাদ চলছে দীর্ঘ দিন ধরে।এরই মধ্যে জামাল হোসেনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ একটি মামলা করেন শিউলি আক্তার। ওই মামলার নোটিশ পেয়ে উত্তেজিত হয়ে ওঠে জামালের লোকজন। এর জেরে সকালে দু’গ্রুপের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। এতে দুই পক্ষের অন্তত ১৮ জন আহত হয়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।