নওগাঁর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম
- আপডেট সময় : ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নওগাঁর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রকারভেদে ৪ টাকা বেশিতে বিক্রি হচ্ছে চিকন চাল। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ- মোকামেই বেশি দাম দিতে হচ্ছে তাদের। কিন্তু মিল মালিকরা বলছেন, গত এক মাসে চালের দাম বাড়ানো হয়নি। এমন পরিস্থিতিতে রাজশাহী বিভাগের সব জেলাতে মনিটরিং শুরু করেছে খাদ্য বিভাগ।
নওগাঁর সবচেয়ে বড় খুচরা বাজার এটি। যেখানে হঠাৎই বাড়তি দামে বিক্রি হচ্ছে কয়েক প্রজাতির চাল।
বিশেষ করে সম্পা কাটারি জাতের চাল ১ সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৫ টাকা। অর্থাৎ ৬০ টাকা থেকে বর্তমানে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। এ ছাড়াও কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে জিরা, বিআর-২৯ ও বিআর-২৮ জাতের চালের দামও। খুচরা ব্যবসায়ীদের দাবী, মোকাম থেকেই তাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে কষ্টে আছেন নিন্ম আয়ের মানুষ। বাজার থেকে চড়া দামে কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ভরা মৌসুমেও এমন দর বৃদ্ধিতে হতাশ তারা।
তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ মানতে নারাজ মোকামের পাইকারী ব্যবসায়ীরা। তাদের দাবী বাড়তি সুবিধা নিতেই সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে খুচরা ব্যবসায়ীরা। দাম বৃদ্ধির কারন খতিয়ে দেখতে বিভাগের জেলাগুলোতে মনিটোরিং জোরদার করেছে খাদ্য বিভাগ।
নতুন ধানের চাল বাজারে আসলেই দাম কমে আসবে বলছেন, খুচরা ব্যবসায়ীরা।