নওগাঁর পত্নীতলায় বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ
- আপডেট সময় : ০৪:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একই পরিবারের কয়েক সদস্য ভ্যানে করে নজিপুর থেকে পাহাড়কাটায় উপজেলায় যাচ্ছিলেন। পথে আমবাটি মোড়ে পৌঁছালে ধামইরহাট থেকে ছেড়ে আসা নজিপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোভ্যানের। এতে ঘটনাস্থলেই শানজিদা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফা খাতুন এবং ভ্যান চালক মিজানুর রহমান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বাসটি আটক করে পুলিশ। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে। নিহতরা সবাই পাহাড়কাটা গ্রামের বাসিন্দা ।
ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে এক পা বিচ্ছিন্ন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।