নওগাঁয় রাবার ড্যাম প্রকল্পের সুবিধা পাচ্ছে না কৃষক
- আপডেট সময় : ০৭:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
নওগাঁয় রাবার ড্যাম প্রকল্পের সুবিধা পাচ্ছে না কৃষক। ১৯ কোটি টাকায় নির্মাণের আড়াই বছরেই মুখ থুবড়ে পড়ছে প্রকল্পটি। ফলে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় কৃষক।
নওগাঁর আত্রাই উপজলোর আত্রাই নদীতে বসানো হয়েছে রাবার ড্যাম।মেশিনের সাহায্যে এই ড্যাম ফুলিয়ে ধরে রাখা হয় নদীর পানি। যা শুষ্ক মৌসুমে সেচ হিসেবে ব্যবহার করে কৃষক
কিন্তু নির্মাণের কয়েক বছরের মাথায় নষ্ট হয়ে পড়ে রাবার ড্যাম। ফলে প্রকল্পটির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষক।
রাবার ড্যামটি নির্মাণের পর ২০১৭ সালে বুঝিয়ে দেওয়া হয় পরিচালনা কমিটিকে। কিছু দিন ভালো ভাবে চললেও পরবর্তীতে তা নষ্ট হয়ে যায়।
নষ্ট রাবার ড্যাম সচল করতে এরইমধ্যে ২১ লাখ টাকার প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে এলজিইডি।
সট : মোহাম্মদ তোফায়েল আহমেদ, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নওগাঁ
নওগাঁর আত্রাই, ছোট যমুনা ও পুর্নভবা নদীর পানি ব্যবহার করে জেলা জুড়ে হাজার হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়।