নওগাঁয় নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জন আহত
- আপডেট সময় : ১২:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
নওগাঁয় নির্বাচনী প্রচারণা কেন্দ্র করে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জন আহত হয়েছেন। এছাড়া ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের দুই সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা।
নওগাঁ ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক জানান, উপজেলার কাশিমপুর এলাকায় তারা প্রচারণা চালাচ্ছিল। এসময় নৌকার সমর্থকরা এসে তাদের বাধা দেয়। পরে দুই পক্ষের পাল্টাপাল্টি সংঘর্ষে ওমর ফারুকসহ ৬ সমর্থক গুরুত্ব আহত হয়। এবিষয়ে নৌকা প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে..ফরিদপুর-৩ সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের দুই সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। গতকাল রাত ৯টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্নক আহত দুইজনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে একজনের অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, রাতে নৌকা প্রতিকের প্রার্থী শামীম হকের সমর্থক পোষ্টার লাগানোর কাজ করছিল। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা লাঠিসোটা নিয়ে নৌকা সমর্থকদের উপর হামলা চালায়।