ধেয়ে আসা বন্যায় পানিবন্দি লাখো মানুষ
- আপডেট সময় : ১০:০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
চর পড়ে যাওয়ায় অল্প পানিতেই টইটম্বুর হয়ে যায় একসময়ের খরস্রোতা নদী তিস্তা। ফলে কখনো ভাঙ্গন, কখনো বন্যার মত প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে তিস্তা পাড়ের অসহায় বাসিন্দাদের। সারা বছরই দুর্ভোগ লেগে থাকে তাদের। লালমনিরহাট থেকে তিস্তা পাড়ের মানুষের দু:খ দুর্দশার চিত্র
লালমনিরহাট সদর উপজেলার তিস্তার কোল ঘেষা মধুরাম গ্রামের বাসিন্দা সামিনা বেওয়া। নদী ভাঙ্গনে পরপর তিন বার ভিটা হারিয়ে এখন যে সরকারি বাঁধের নিচে আশ্রয় নিয়েছেন, সেখানেও পানি উঠে বছরে দুই থেকে তিনবার।
ছামিনা বেওয়ার মত করুন অবস্থা নদীর তীরবর্তী এলাকা গুলোর হাজারো পরিবারের। চলতি বন্যাতেও দুর্ভোগের শেষ নেই তাদের।
অসময়ে হঠাৎ বন্যায় ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। অন্যদিকে ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে রাতারাতি হতে হচ্ছে বাস্তহারা। তাই ত্রান নয়, নদী শাসন ও স্থায়ী বাঁধ চান ভুক্তভোগীরা।
এদিকে তিস্তা পাড়ের মানুষের দুর্দশা লাঘবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা।
চলতি বন্যায় লালমনিরহাট জেলায় প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দী। তলিয়ে গেছে ৩ হাজার হেক্টর জমির ফসল ও ভেসে গেছে পাঁচ শতাধিক পুকুরের মাছ। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন সহ সকল দুর্দশার অবসান চায় নদী পাড়ের অসহায় মানুষজন।