ধামরাইয়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাসষ্ট্যান্ডে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী বাসটি মহাসড়কের উপরে উল্টে যায় আর দুমরে মুচরে যায় প্রাইভেটকারটি। এসময় বাস ও প্রাইভেট কারে থাকা অর্ধশতাধিক যাত্রী আহত হন। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর মড়াসড়কে প্রায় একঘন্টা যান চলাচল বন্ধ থাকে।




















