ধলেশ্বরীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ নয় জনের কেউ উদ্ধার হয়নি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
 - / ১৬৩৯ বার পড়া হয়েছে
 
দুর্ঘটনার ৪ দিন পরও ধলেশ্বরীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ নয় জনের কেউ উদ্ধার হয়নি। নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে নদীর তীরে অপেক্ষায় থাকতে থাকতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্বজনরা। উদ্ধার তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
ক্ষুব্ধ জনতা ও নিখোঁজদের স্বজনরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। চতুর্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম চালিয়েছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড।ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান জানান, দুর্ঘটনার ৪ দিনেও নিখোঁজদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্বজনরা। নদী তীরে বিক্ষোভ করেছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বুধবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে যায়। অনেকে সাতরিয়ে তীরে উঠলেও ৯ জন নিখোঁজ হয়।
																			
																		
















