ধর্ষককে দেখলে চিনতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত সেই শিক্ষার্থী
- আপডেট সময় : ০৯:০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ধর্ষককে দেখলে চিনতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিত সেই শিক্ষার্থী । তাই দ্রুত অপরাধীর স্কেচ করার আহবান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রীকে দেখতে গিয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, সিসিটিভির ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করে অপরাধীকে শিগগিরই খুঁজে বের করা হবে। এদিকে, ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। এ সময় মেয়েটির সাথে কথা বলেন তিনি। পরে গণমাধ্যমকর্মীদের বলেন, ধর্ষণকারীকে দেখলে চিনতে পারবে মেয়েটি । তাঁর কথার ভিত্তিতে অপরাধীর একটা স্কেচ করে আসামি দ্রুত শনাক্ত করার আহ্বান জানান তিনি।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম নাসির উদ্দিন বলেন, সেই ছাত্রীর ধর্ষণের আলামত মিলেছে। তবে ধর্ষক এক না একাধিক সেটা পরীক্ষা করা হচ্ছে। ঘটনায় আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার-বিশ্লেষণ করে অপরাধীকে শিগগিরই খুঁজে বের করা হবে বলে জানিয়েছে পুলিশ। শারীরীক অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনো ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে ওই শিক্ষার্থী।