দ্রুত করোনা ভ্যাকসিন পেতে অগ্রিম অর্থ জমা দিয়ে বুকিং দেয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একই সঙ্গে ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় কোল্ড চেইনের ব্যবস্থা করা, একাধিক কোম্পানি বা দেশের সঙ্গে যোগাযোগ রাখা, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্ট চালু করাসহ আরও কিছু পরামর্শ দিয়েছে জাতীয় পরামর্শক কমিটি।
একই সঙ্গে এন্টিজেন ও এন্টিবডি টেস্টের নীতিগত অনুমোদন দিয়েছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। পিসিআর টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা কম হওয়ায় এ পরামর্শ দেয়া হয়েছে। দেশে পিসিআর টেস্টের মাধ্যমে যে পরিমাণ করোনা পরীক্ষা করা হয়, তা একেবারেই নগণ্য উল্লেখ করে এন্টিজেন ও এন্টিবডি টেস্টের পরামর্শ দেয়া হয়। কমিটির সভাপতি ডা. মো. শহীদুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায়, কোভিড-১৯-এর প্রতিষেধক দ্রুত সংগ্রহ ও বিতরণের জন্যও বেশ কয়েকটি পরামর্শ দেন। ভ্যাকসিন হাতে পাওয়ার পর প্রাতিষ্ঠানিকভাবে তা বিতরণের পরামর্শ রয়েছে কমিটির। এছাড়া নমুনা সংগ্রহ ও পরীক্ষার মান বাড়ানোরও তাগিদ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।