দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সরকারের কোনো নজরদারি নেই : খন্দকার মোশাররফ
- আপডেট সময় : ০৭:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও ভিন্ন চেহারায় ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসনব্যবস্থা চালু রাখতে চায় আওয়ামী লীগ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরাজমান সমন্বয়হীনতা কেবল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দূর করতে পারে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সরকারের কোনো নজরদারি নেই। রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজধানীর শুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে ‘মৃত্যুকূপে ধাবমান বাংলাদেশ দুই’ বইয়ের মোড়ক উন্মোচন করেন, স্খায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
পর্যাপ্ত পরিমাণে খাদ্যপণ্য মজুত থাকলে, বাজারে মূল্য বৃদ্ধি হচ্ছে কেন- এ ব্যাপারে সরকারের কাছে স্পষ্ট জবাব চানর তিনি।
নির্যাতন নিপীড়ন চালিয়ে আন্দোলন থামানো যাবে না বলেও হুশিয়ার দেন ড. খন্দকার মোশাররফ।
ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনৈতিক সরকার নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা সরকারের মদদে হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।