দ্বিতীয় দিনে সরকারী ব্যবস্থাপনার ৪শ’ ৬ জন হজযাত্রী নিয়ে বিমানের ফ্লাইট জেদ্দা পৌঁছেছে। হজ ক্যাম্পের পরিচালক জানিয়েছেন, ভিসা ও ফ্লাইট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। আগামী ৯ জুন থেকে শুরু হবে বেসরকারী ব্যবস্থাপনার হজ যাত্রা। ভিসা ইস্যুসহ এবারের সর্বিক হজ ব্যবস্থাপনায় খুশী যাত্রীরা।
করোনা মহামারীর পরে এবার বড় পরিসরে হচ্ছে পবিত্র হজ। এতে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশিরাও।
তাইতো হজযাত্রার যাবতীয় কার্যক্রম পালন করতে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে যাত্রীদের ভিড়।
তবে এবার হজ ব্যবস্থাপনায় এখন পর্যন্ত কোন ভোগান্তি নেই বলে জানান হজযাত্রীরা।
দুই বছর আগে নিবন্ধন করলেও, মহামারীর কারণে হজ করা যায়নি। এবার সুযোগ পেয়ে খুশি তারা।
সোমবার ৪শ ৬ জন হজযাত্রী জেদ্দায় গেছেন। ভিসা বা ফ্লাইট নিয়ে নেই কোনো দুশ্চিন্তা বলে জানান হজক্যাম্প পরিচালক।
বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজযাত্রীর জেদ্দা যাত্রা শুরু হবে ৯ জুন থেকে বলেও জানান সাইফুল ইসলাম।