দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি
- আপডেট সময় : ০৪:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো–চেয়ারম্যান আসিফ আলী জারদারি। শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশন ইসিপি ঘোষণা করে ভোটের ফলাফল। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, জাতীয় পার্লামেন্টের উভয় কক্ষ এবং পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদে ভোটে মোট ৪১১ ভোট পেয়েছেন জোট সরকারের মনোনীত প্রার্থী জারদারি। ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী মাহমুদ খান আচাকজাই পেয়েছেন ১৮১ ভোট। এর আগে, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জারদারি।
নির্বাচনে ‘ম্যান্ডেট চুরির’ প্রতিবাদে সারা দেশে আজ শান্তিপূর্ণ বিক্ষোভের ঘোষণা দিয়েছে পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পিটিআই মুখপাত্র বলেন, ‘জাতি কখনই তাদের ইচ্ছার বিরুদ্ধে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হিসেবে যারা প্রমাণিত তাদেরকে দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করবে না।