দ্বাদশ সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৮২২ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। ৭ সদস্যের পর্যবেক্ষক দলটি আজ থেকে ঢাকায় তাদের কার্যক্রম শুরু করবে। কর্মসূচির অংশ হিসেবে আজ তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের কথা রয়েছে।
এছাড়া প্রতিনিধি দলটি ধারাবাহিকভাবে বাংলাদেশ নির্বাচন কমিশন, বিভিন্ন সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে। বৈঠক করবেন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে। এছাড়া রাষ্ট্রের আইন কর্মকর্তা ও মানবাধিকার কমিশনের সঙ্গেও বৈঠক করবে যুক্তরাষ্ট্রের এই পর্যবেক্ষক
দল। পরে তারা বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রতিবেদন দেবেন। ১৩ অক্টোবর ঢাকায় অবস্থান করবেন তারা।