দ্বাদশ নির্বাচনে ইসির ইচ্ছানুযায়ী কাজ করবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৫১ বার পড়া হয়েছে
ভোটের সময় পুলিশ নির্বাচন কমিশনের আওতায় থাকবে বলে, জানিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে বরিশালের মুলাদী থানার নব-নির্মিত ভবন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন যেভাবে চাইবে পুলিশ জনগণকে সেভাবেই সহায়তা করবে। এ সময় জঙ্গিদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লুকিয়ে থেকে লাভ হবে না। দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা জঙ্গিদের ধরতে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে।