দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করবে আগামীকাল
- আপডেট সময় : ১০:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
- / ১৮৫৬ বার পড়া হয়েছে
আগামীকাল সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশে ভাষণে তফসিলের বিস্তারিত তুলে ধরবেন তিনি। ডিসেম্বরে নয়, ভোট হবে জানুয়ারিতে। তফসিল বিষয়ে বুধবার সকালে সংবাদ সম্মেলন করবেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। শর্তহীন সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের দেয়া চিঠি তফসিলে প্রভাব ফেলবে না বলে দাবি করেন তিনি। তফসিল ঘোষণায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই বলেও জানান জাহাংগীর আলম।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এর আগে বিকেল ৫টায় কমিশন সভায় ভোটের দিনক্ষণ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্র বলছে, ডিসেম্বরে নয়, ভোট হবে জানুয়ারি মাসে। নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে সচিব বলেন, বুধবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনে তফসিলের বিস্তারিত জানাবেন তিনি।
সংলাপ নিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি- তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না বলে জানান তিনি। তফসিল ঘোষণার পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই বলেও জানান মো. জাহাংগীর আলম। সংবিধান অনুযায়ী সংসদের ৫ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে বর্তমান সংসদের মেয়াদ।