দোকানপাট ও মার্কেট খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তে চরম উদ্বেগ জানিয়েছেন মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে ঈদ সামনে রেখে দোকানপাট ও মার্কেট খুলে দেয়ার সরকারি সিদ্ধান্তে চরম উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এতে ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে দেশ। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, সরকারের স্বচ্ছতা, দুরদর্শিতা ও জবাবদিহিতার অভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ায় করোনা পরিস্থিতি প্রকোট আকার ধারণ করছে।
রাজধানীর গুলশানে চেয়ারপার্সন কার্যালয়ে করোনা পরিস্থিতি ও সম-সাময়ীক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম উদাসীন অভিযোগ করে, তিনি বলেন, শাট ডাউন তুলে দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
ক্ষুধার্ত ও নিম্ম আয়ের শ্রমজীবীদের খাদ্য নিশ্চিতে ৩ মাস বিশেষ বরাদ্দ দেয়ার পাশাপাশি কৃষি ঋণ মওকুফের আহবান জানান বিএনপি মহাসচিব।
জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দেশের অর্থনীতির চাকা সচল করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।