দেশ-জাতির কথা ভাবতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সৃষ্ট সংকটের সময় দেশ ও মানুষের কথা ভাবতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সবাইকে সাশ্রয়ী ও সঞ্চয়ী হওয়ার পরামর্শ দেন। সকালে গণভবনে আমদানিকারক ও রপ্তানিকারকদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী, যার যতোটুকু জমি আছে, তাতে খাদ্য উৎপাদনের তাগিদ দেন।
গণভবনে ভোগ্যপণ্য আমদানিকারক ও রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সরকার সব সময় ব্যবসায়ীদের পাশে থেকেছে জানিয়ে, সংকট উত্তরনে তাদের দেশ ও মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।
উৎপাদন বাড়াতে পারলে, বিশ্বে খাদ্য সংকট হলেও দেশে প্রভাব পড়বে না জানিয়ে, সরকার প্রধান, কৃষি উৎপাদন বাড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
অপচয় কমিয়ে সাশ্রয়ী ও সঞ্চয়ী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা।ৱ