দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে রাজপথে নামার আহবান গয়েশ্বরের
- আপডেট সময় : ০৫:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
১০ দফা দাবিতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। সরকারের অপশাসন দু:শাসন আর দুর্নীতির চিত্র তুলে ধরে সারা দেশে দেড় কোটি লিফলেট বিলি করেছে দলটি।
দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বিভিন্ন গ্রাম-পাড়া-মহল্লায় পদযাত্রা কর্মসূচি শেষে এক পথসভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশ ও দেশের জনগণকে বাঁচাতে সবাইকে রাজপথে নামতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছে বিএনপি।
নরসিংদীর পলাশে পুলিশের পেটোয়া বাহিনী জোর করে ব্যানার ছিনিয়ে নিয়ে বিএনপির পদযাত্রা কর্মসূচীতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে পদযাত্রা করেছে বিএনপি। সকালে বোয়ালখালীর আহল্লা করলডাঙ্গা ইউনিয়নের কর্মসুচিতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। এসময় সাধারণ মানুষের মাঝে সরকারের অপশাসন দু:শাসন আর দুর্নীতির চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
বরিশালের ১০ উপজেলার ইউনিয়নে একযোগে পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করেছে জেলা ও উপজেলা বিএনপি। কর্মসূচিতে দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, আওয়ামী লীগ সংঘাতে জড়ানোর দুরভিসন্ধি নিয়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে। ভবিষ্যতে বাধা পেলে একদফা আন্দোলন কর্মসূচি দেয়া হবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্স বলেছেন- জনদুর্ভোগ সৃষ্টিকারী ভোটচোর সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি গণদাবিতে পরিণত হয়েছে। সকালে ধোবাউড়া সদর ইউনিয়ন বিএনপি ও গোয়াতলা ইউনিয়ন বিএনপির হালুয়াঘাট উপজেলার বিলডোরা,শাকুয়াই,স্বদেশী,ধারা,আমতৈল ইউনিয়নের পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন।
নাটোরের ছাতনী ইউনিয়নের বটতলা মোড়ে বিএনপি কর্মসূচি করার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের নির্ধারিত স্থান থেকে উঠে এসে বিএনপির মঞ্চ দখল করে সমাবেশ করে। বিশৃঙ্খলা এড়াতে বিএনপির নেতা-কর্মীরা কাউকে বাধা দেয়নি বলে জানিয়েছেন নেতারা।
ফরিদপুর সদর উপজেলার কৃঞ্চনগর ইউনিয়নে গ্যাস, বিদ্যুৎ, চাল,ডালসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং ১০দফা দাবীতে ইউনিয়ন পর্যায়ে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি।
জামালপুরের শরিফপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মানুনের নেতৃত্বে পদযাত্রা হয়।
গ্যাস, বিদ্যুৎ, চাল-ডাল, তেল, আটাসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করে টাঙ্গাইলের হুগড়া ইউনিয়ন বিএনপি।
নিত্যপণ্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে সিলেটে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করে স্থানীয় বিএনপি।
পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়ন বিএনপির উদ্যাগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবীতে চাকলা হাট বাজারে পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মুন্সীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শান্তিপৃর্ণ পদযাত্রা করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। সকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকায় শান্তিপৃর্ণ পদযাত্রা বের হয়।
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি কেন্দ্র ঘোষিত দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ৭২ টি ইউনিয়নে একযোগে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত কুড়িগ্রাম সদরের পাঁচগাছি, ভোগডাঙ্গা ও ঘোগাদহ,উলিপুরের পান্ডুল ইউনিয়নে বিএনপি আয়োজিত এসব পদযাত্রায় অংশগ্রহন করেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।