দেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ তৈরী করা প্রয়োজন : পিটার হাস
- আপডেট সময় : ০৯:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের বাজার আকর্ষর্ণীয়, তবে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ তৈরী করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের পুরনো আইন ও অবকাঠামোর অভাবকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াবার পথে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।
বাংলাদেশের তৈরী পোশাকসহ রপ্তানি পন্যের অন্যতম ক্রেতা যুক্তরাষ্ট্র। চলতি বছর প্রথম ৫ মাসে ৩৮ হাজার ৪’শ ৭ কোটি টাকার পোশাক রপ্তানি হয়েছে দেশটিতে। গত বছর এই সময়ের তুলনায় ৫৯ শতাংশ বেশি।
দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর রাজধানীর সোনারগাঁও হোটেলে ৩ দিনের ইউএস ট্রেড শোর আয়োজন করছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ, অ্যামচেম।
সংবাদ সম্মেলনে অ্যামচেম সভাপতি বলেন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রণে পুরনো আইন বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পথে বড় বাঁধা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন বিনিয়োগের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নিম্ন আয় থেকে মধ্যম আয়ের বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে মার্কিন কোম্পানিগুলো গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।