দেশে বাকশাল-২ কায়েম করে বিরোধী মত নিঃশেষ করবে সরকার : ড. মঈন খান
- আপডেট সময় : ০৮:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
সকলের অংশগ্রহণে জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ নিতে আওয়ামী লীগ ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ ভোট বর্জনের মাধ্যমে সরকারকে প্রত্যাখান করেছে জানিয়ে তিনি বলেন, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আর দলটির স্থায়ী কমিটর আরেক সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশে বাকশাল-দুই কায়েম করে বিরোধীদলকে নিঃশেষ করার নতুন খেলায় মেতেছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহালসহ গণতন্ত্র পুনরুদ্ধারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই রাজপধে সরব ছিল বিএনপি। কিন্তু প্রধান বিরোধীদলের দাবি তোয়াক্কা না করে বিএনপিসহ সমমনা দল ছাড়াই ৭ জানুয়ারী নির্বাচন করে আওয়ামী লীগ। নির্বাচন কেন্দ্র করে বিএনপির হাজারো নেতাকর্মীকে জেলে যেতে হয়। আর এক বছরে প্রান দিয়েছেন ২৬ জন।
নির্বাচনের আগে আটক; সাড়ে তিন মাস কারাগারে থাকার পর মুক্তি মেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমরি খসরু মাহমুদ চৌধুরীর। রাজধানীর বনানীর বাসায়, সাংবাদিকদের কাছে বিএনপির শীর্ষ নেতাসহ সবার ওপর কারাগারে নির্যাতনের চিত্র তুলে ধরেন তিনি।
তিনি বলেন, সরকারের ভেতর ক্ষমতা হারানোর উৎকণ্ঠা কাজ করছে। সেজন্য বিএনপিকে নিশ্চিহ্ন বা নিষিদ্ধের চিন্তা করছে তারা।
ভিক্ষাবৃত্তির রাজনীতি শুরু হয়ে গেছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবৈধ সরকারের পক্ষে আন্তর্জাতিক মহল– যারাই কাজ করবে তাদের অবস্থান নিয়ে দেশের মানুষের প্রশ্ন জাগবে।
এদিকে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে জিয়ারত শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বিরোধীদল নিঃশেষ করার নতুন খেলায় মেতেছে সরকার।
বর্তমান সরকার দেশের পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন ড. মঈন খান।