দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রাম বিএনপি’র নেতারা।
দুপুরে জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তারা। পোস্ট অফিস পাড়ার দলীয় কার্যালয়ের দোয়ায় সামিল হন জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।