দেশে কেউই সংখ্যালঘু নয় : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে দেশের বসবাস করছে। বাংলাদেশে জন্ম নেয়া কেউই সংখ্যালঘু নয় বলেও জানান তিনি। জন্মাষ্টমী উপলক্ষে গণভবনে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ধর্ম নিয়ে স্বার্থান্বেষীদের থেকে সতর্ক থাকতে হবে। দেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি ধরে রাখারও তাগিদ দেন শেখ হাসিনা।
জন্মাষ্টমী উপলক্ষে গণভবনে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সকল ধর্মীয় অনুসারীদের কল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। বিএনপির আমলে সনাতন ধর্মাবলম্বীদের উপর বারবার হামলা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ।
জনগণ আওয়ামী লিগকে সুযোগ করে দেয়ায় দেশে অসাম্প্রদায়িক চেতনা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান সরকার প্রধান। সবার প্রচেষ্টায় দেশকে আরও সামনে এগিয়ে নেয়ার প্রত্যাশা জানান শেখ হাসিন।