দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ভার্চুয়ালি আদালত বসবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও ভার্চুয়ালি আদালত বসবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকালে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হলে তিনি এ ইঙ্গিত দেন।
প্রধান বিচারপতি বলেন, হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। এছাড়াও আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অনেক কর্মচারি। সেই সঙ্গে নিম্ন আদালতের অনেক বিচারক এমনকি অ্যাটর্নি জেনারেলও করোনায় আক্রান্ত। এ অবস্থায় আবারও ভার্চুয়াল আদালত পরিচালনা করা হতে পারে। এর আগে ২০২০সালের ৯ মে ভার্চুয়ালকে সশরীরে উপস্থিত হিসেবে গণ্য করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।