দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে
- আপডেট সময় : ০২:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে করোনার সংক্রমণ আরো বাড়ার আশঙ্কাও জানিয়েছেন তারা। তবে এরই মধ্যে রাজধানীর অধিকাংশ হাসপাতালে বেড়েছে করোনার রোগীর চাপ। ফলে উদ্বিগ্ন চিকিৎকরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণের দ্বিতীয় ঢেউ যত বড়ই হোক, তা মোকাবিলার সক্ষমতা রয়েছে সরকারের।
আট মাস পার হলেও দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে । মাঝখানে কিছুটা কমলেও পুনরায় তা ঊর্ধ্বমুখী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্বিতীয় দফার এই সংক্রমণের নাম দিয়েছেন ‘দ্বিতীয় ঢেউ’। শীত শুরুর পর থেকে এরই মধ্যে করোনা রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। ঢাকার অধিকাংশ হাসপাতালে জ্বর, হাঁচি, কাশি, মাথাব্যথা ও শ্বাসকষ্টের রোগীর চাপ বেড়েছে। এতে কিছুটা আতঙ্কিত চিকিৎসকরা।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, ১০ নভেম্বরের আগে করোনা ইউনিটে ফাঁকা ছিলে অনেক বেড। কিন্ত এখন চিত্র পুরো উল্টো। পরিচালক জানান, করোনার চিকিৎসায় নির্ধারিত ১০০ বেডের প্রায় সবকটি এখন পূর্ণ। এমন অবস্থা রাজধানীর বেশিরভাগ হাসপাতালের। টিকা আসার আগ পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলেও জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের ১১৭ টি ল্যাবে প্রতিদিন ৫০ হাজার নমুনা পরীক্ষা করা সক্ষমতা রয়েছ। সেই সাথে মৃত্যু ঝুঁকি কমাতে প্রস্তত আছে প্রায় ১২ হাজার বেড।