দেশে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে
- আপডেট সময় : ০৯:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দেশে করোনা ভাইরাসে দৈনিক আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। গত এক মাসের মধ্যে এটা সর্বোচ্চ সংখ্যা। মৃতদের মধ্যে চার জন পুরুষ ও নারী ৩ জন। গত ২৫ নভেম্বর একদিনে ৯ জনের মৃত্যু হয়েছিল। করোনায় মোট মৃত্যু বেড়ে ২৮ হাজার ৭০ জন হলো।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ১১ সপ্তাহের মধ্যে ১ দিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৫০৯ জন। সবশেষ ১৩ অক্টোবর ৫১১ জন আক্রান্তের খবর পাওয়া যায়। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ২৭। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষা বিবেচনায় মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।