দেশে করোনা আক্রান্তদের ২০ শতাংশের দেহে ওমিক্রন শনাক্ত
- আপডেট সময় : ০৪:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশে করোনা আক্রান্তের মধ্যে ২০ শতাংশের দেহে ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। এ তথ্য জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষক দল।
গবেষণায় ৯ মাস থেকে শুরু করে ৯০ বছর বয়সী রোগী অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ২১ থেকে ৫৮ বছর বয়সের রোগীদের সংখ্যা বেশি। গত বছর ৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সংগ্রহ করা হয়। নমুনার ২০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট। আর, ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
রাঙামাটিতে গত এক সপ্তাহে করোনা সংক্রমণ আশঙ্কাজনকহারে বেড়েছে। এরই মধ্যে সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর। মাস্ক না পরায় রাঙামাটিতে মোবাইল কোর্টে ৬ জনকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। রাঙামাটি সিভিল সার্জন জানায়, জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রয়েছে ৪ হাজার ৩’শ ৫২ জন। নিয়মিত মোবাইল কোর্ট অভিযান চালাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে, নতুন ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৭ জনে।