দেশে করোনায় আরো ১৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দেশে করোনায় আরো ১৩ জনের মৃত্যু। এ নিয়ে মৃতে সংখ্যা দাড়ালো ১৯৯ জনে। আর গেল ২৪ ঘন্টায় নতুন ৭০৬ জনসহ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১৩০ জন রোগী। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
দেশের করোনাভাইরাসের সবশেষ তথ্য তুলে ধরতেই নিয়মিত অনলাইন ব্রিফিংয়ের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। গেল ২৪ ঘন্টায় দেশের করোনা পরিস্থিতি, নতুন আক্রান্তের সংখ্যা জানান, অতিরিক্ত মহাপরিচালক।
তিনি জানান, সারাদেশে ৩৪টি প্রতিষ্ঠান নমুনা সংগ্রহের পর পরীক্ষা করছে।
এছাড়া, হটলাইনের মাধ্যমে সেবা দিতে একদিনে ১ লক্ষ ৪৩ হাজার ফোন কল রিসিভ করা হয়েছে বলেও জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
গেল ২৪ ঘন্টায় বিমান, স্থল এবং সমুদ্রবন্দর দিয়ে আসা ৪১১ জন যাত্রীর স্কিনিং করা হয়েছে বলেও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।