দেশে ওমিক্রণ প্রতিরোধে প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব বিশেষজ্ঞদের
- আপডেট সময় : ০৭:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ যেন বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিতের উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে করোনার টিকা নেয়ার বিষয়েও জোর দিয়েছেন তারা। এই ভ্যারিয়েন্টকে আশংকাজনক উল্লেখ করে তাদের পরামর্শ– মাস্ক করার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলার।
গেলো ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৪ হাজার ১৯৪ জনের। নতুন করে শনাক্ত ৩ লাখ ৮১ হাজার জন। এরই মাঝে নতুন আতংকের নাম দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট “ওমিক্রণ”। ছড়াচ্ছেও খুব দ্রুতগতিতে। এই ভ্যারিয়েন্টটি এরই মধ্যে ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, হংকং, ইসরায়েল ও অস্ট্রেলিয়ায় শনাক্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনার নতুন ধরনটির স্পাইক প্রোটিনে ৩০ বার রূপ বদল ঘটেছে। সাধারণত ভাইরাসের এ ধরনের বারবার রূপ বদল সেটিকে আরও বেশি সংক্রামক এবং বিপজ্জনক করে তোলে।
নতুন এই ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি রোববার ১৫টি সুপারিশ করেছে। যার ভিত্তিতে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা রয়েছে।এছাড়া সব ধরনের জনসমাগম নিরুৎসাহিত করা, বিনোদন কেন্দ্র বা রেস্টুরেস্টে কম সমাগমসহ নানা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
টিকা দেয়ার পরও সংক্রমিত করছে, নতুন এই ভ্যারিয়েন্ট। তবুও বিশেষজ্ঞরা, টিকা নিশ্চিত করলে, অসুস্থতার হার কম থাকবে।
চিকিৎসকরাও মনে করছেন, সংক্রমণ ঠেকাতে, স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
সংক্রমণ হওয়া দেশগুলো থেকে, কেউ দেশে ফিরলে তাদের কোয়ারেইন্টান নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহবান তাদের।