দেশে একটি শক্তিশালী বিরোধী দলের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বিএনপি। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের অভিযোগ, বিএনপি-জামায়াতই এদেশে সাম্প্রদায়িক রাজনীতি করে। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে শক্তিশালী বিরোধী দলের প্রত্যাশা পূরণে বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, জনগণের পাশাপাশি সরকারও চায় দেশে একটি শক্তিশালী বিরোধী দল থাকুক।
জনগণের পাশে থাকা নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ভোটের সময় হিন্দু সম্প্রদায়কে ভোটকেন্দ্রে যেতে বারণ করে বিএনপি-জামায়াত।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের সঙ্গে হিন্দু সম্প্রদায় এবং পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে সাম্প্রতিক হামলাগুলো চালানো হয়েছে।