দেশে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি চেষ্টা করে যাচ্ছে : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিএনপি চেষ্টা করে যাচ্ছে। তারা চরমভাবে ব্যর্থ হবে এবং হতাশায় নিমজ্জিত হয়ে অস্তিত্ব হারাবে।
সকালে দিনাজপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মশালা উদ্বোধন শেষে একথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, বিএনপির বিভিন্ন কর্মসূচি দিয়ে দেশ অচল করতে চাচ্ছে। তাদের দাবি কখনোই পূরণ হবে না। আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের মহাপরিচালক গোলাম ফারুকের সভাপতিতে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ অনেকে।